তীর্থ-সলিল/ভ্রমরের প্রতি

ভ্রমরের প্রতি।

তুমি বারবার পরশিছ তা’র ত্রস্ত চপল আঁখি,
কি গোপন বাণী কহ গুন্‌গুনি’ কানের সমীপে থাকি;
হস্ত তাড়না গ্রাহ্য কর না, চুরি কর চুম্বন,
আমরা মূর্খ, ওগো মধুকর তুমি সে রসিক জন।

কালিদাস।