তীর্থ-সলিল/মাতালের যুক্তি
মাতালের যুক্তি।
কালো মাটি কালো মেঘের ভাঁটিতে
চোঁয়ানো খাঁটিটি খায়!
গাছ পালা গুলো তা’রি পাত্রের
একটু প্রসাদ পায়!
সাগর দিব্য প্রভাতে প্রদোষে,
নদীর মদিরা বসে বসে শোষে!
আকাশে সূর্য্য সাতটা সাগর
একাই শুষিতে চায়!
দিন বুঝে বুঝে ক্রমে ক্ষীণ চাঁদ,
রবির ভাণ্ডে দিয়ে বসে হাত!
বল দেখি তবে আমারেই সবে
কেন বা দূষিছে হায়!
আনাক্রেয়ন্।