মানুষ।

পথ দেখিয়ে যায় গো নিয়ে
এমন মানুষ কই?
বাক্-চাতুরী কর্ব্বে না যে
ব্যাকুল যবে হই;
কোথায় আজি কাজের কাজী
তেমন মাঝি কই?

তুষ্ট আছে যে জন মনে
সত্য-মহিমায়,
দীর্ঘ নিশি দেশে যখন
ডুবায় কালিমায়,
তখনো যেই জান্‌ছে মনে
তপন সে কোথায়।

হঠাৎ লড়াই বাধিয়েছ তাই
দিবনা হায় দোষ,
হওনি জয়ী তা’তেও তেমন
হইনি অসন্তোষ,
সৈন্য এত নষ্ট হ’ল
করিনি তায় রোষ;

তবে যে ওই চিত্ত লঘু
ওরেই করি ভয়,
নেতা যে জন ব্যঙ্গ করা
তা’র কি উচিৎ হয়?
নটের মত ভঙ্গী,—ও ত’
রণভূমির নয়।

পরাজয়ের জন্য কারেও
দিই নে অপরাধ,

মৃতের সংখ্যা দেখিয়ে দিতে
নাহি মোদের সাধ;
শুধু অধীর করে হে বীর!
লঘু বিসম্বাদ।

দেশের লোকে তেজের বাণী
শুন্‌তে যবে চায়—
অপমানে চক্ষে মুখে
আগুন বাহিরায়,—
তখন দলাদলির গোলে
ব্যস্ত হ’লে?—হায়।

উদ্যত যা’র হয় নি বাহু
নাইক এমন লোক,
যাহার দিকে তাকিয়েছি হায়
ঝল্‌সে গেছে চোক্‌;
তোমরা শুধু বুঝলে না ক’
দেশের দুঃখ শোক!

যায় গো নিয়ে পথ দেখিয়ে
এম্‌নি মানুষ চাই,
কাঁদলে ব্যথায় বাক্ চাতুরী
কর্ব্বে না যে ভাই,

নিপুণ মাঝি চাই গো আজি
কাজের কাজী চাই!

ষ্টিফেন্‌ ফিলিপ্‌স্।