মিনি ও বিনি।

মিনিতে আর বিনিতে
ঘুমিয়ে প’ল ঝিনুকে,
আয় গো তোরা দেখে যা’
মিনুকে আর বিনুকে।

ভিতর-রাঙা ঝিনুকটি,
বাহিরে তা’র রূপালি;
সাগর জলের শব্দেতে
ঘুরে বেড়ায় নিদালি!
দু’টি তারা ফুট্‌ফুটে
উঁকি দিয়ে দেখছে যে,
কোন্ স্বপনে নগ্ন তা’রা
কেউ কি পারে বল্‌তে সে?
চমক-ভাঙা সবুজ পাখী
শিশুটি দিতে লেগেছে,—
জাগো আমার লক্ষ্মী মেয়ে,
সূয্যি মামা জেগেছে!

টেনিসন্‌