তীর্থ-সলিল/মৃত্যুঞ্জয়

মৃত্যুঞ্জয়।

প্রতি জনে যোগ্য কর্ম্ম প্রতি জনে যোগ্য পুরস্কার,—
ভাগ্য রহে দিতে;
যে পোষে বিশ্বের প্রাণ, বিসর্জ্জন করি’ আপনার,—
মরে সে বাঁচিতে।

সুইন্‌বার্ণ্‌।