সাধের স্বপন।

সাধের স্বপন কোথায় আছে?—
প্রাণের মাঝে?—মনের মাঝে?
জন্ম কোথায় বল গো খুলে,
বাড়ে সে ধন কোন্ গোকুলে—
বল্ গো বল।

আঁথির মাঝে জন্মে সে ধন,
দৃষ্টি-রসে পুষ্ট সে ধন,
যেথায় জনম সেথাই মরণ!
আমরা তাহার মরণ-ঘড়ি
বাজাই চল!
টুং-টাং-ঢং,—টুং-টাং-ঢং
বাজাই অনর্গল!

শেক‍্সপীয়ার।