তীর্থ-সলিল/সৎস্বরূপ
সৎস্বরূপ।
বাক্য যাঁহারে বর্ণিতে নারে, বচন সৃষ্টি যাঁ’র,
তিনিই ব্রহ্ম; লোকে যাহা পূজে তাহা কতটুকু তাঁর!
মন যাঁরে মনে করিতে না পারে, মন কল্পনা যাঁর,
তিনিই ব্রহ্ম; লোকে যাহা পূজে তাহাই করোনা সার।
নয়ন যাঁহারে পায় না দেখিতে, নয়ন রচনা যাঁর,
তিনিই ব্রহ্ম; লোকে নাহি জানে পূর্ণ-প্রকাশ তাঁর।
কান যাঁর কথা শুনিতে না পায়, কানেরে শোনান্ যিনি,
তিনিই ব্রহ্ম; লোকে যাহা পূজে শুধু তাই নন্ তিনি।
প্রাণ অপারগ যার প্রণিধানে, প্রাণের প্রণেতা যিনি,
তিনিই ব্রহ্ম; লোকে যাহা বলে শুধু তাই নন্ তিনি।
ভাল মতে তাঁরে আমি ও জানিনে, জানিনে যে তাহা নয়,
এটুকু যে জন জানে অনুভবে,—জেনেছে তারি হৃদয়।
যে ভাবে জানিনে সে কিছু জেনেছে; জানেনা—যে ভাবে জানি;
ধারণা ধরিতে পারে না তাঁহারে, যে কহে তাহারে মানি।
অন্তরযামী বলি’ যে তাঁহারে জেনেছে—অমৃত তা’রি,
আত্মার বলে বিদ্যায় লভি’ অমৃতের অধিকারী।