তীর্থ-সলিল/হাব্সী নারীর গান
হাব্সী নারীর গান।
বাতাস গরজায়, বৃষ্টি পড়ে;
পথিক দরজায়, বিদেশী অসহায়,
কাতর সে যে হায় বিষম ঝড়ে।
কাছে মা নাই তা’র দুধ কে দেবে আর?
গরম ক’রে আর আদর ক’রে?
বধূ সে কাছে নাই, গম কে ভাঙে ভাই,
রুটি কে গড়ে বল্ তাহার তরে?
বিদেশী অসহায়, কোথা সে যাবে হায়?
আমরা তারে আল্প বাঁচাই ঝড়ে,
নাই মা, বধূ নাই, খেতে কে দেবে ভাই?
কে তারে দেবে ঠাই?—বৃষ্টি পড়ে।