ধূলিরাশি/নিশীথ সময়
< ধূলিরাশি
(পৃ. ১-২)
ধূলিরাশি।
নিশীথ সময়।
শোভিছে তারকারাজি বিমল আকাশে
উজলিয়া নিজ নিজ কিরণ প্রকাশে॥
হয়েছে অধিক রাতি নিদ্রাদেবী আসি।
সকলের ঘরে ঘরে প্রবেশিছে হাসি॥
নিবিড় নীলাভ বাস পরেছে ধরণী।
নিদ্রিত হয়েছে এবে যত জন প্রাণী॥
কেবল পেচক-রাজ চীৎকারে গম্ভীরে।
আতঙ্কে পৃথিবী এবে দাড়ায়ে আঁধারে॥
প্রভুর মহিমা সবে দরশন করে।
ধন্যবাদ না করিয়া কে থাকিতে পারে॥
তোমার চরণে পিতঃ করি ধন্যবাদ।
রক্ষা কর এ দাসীরে করি’ আশীর্বাদ॥