I liken thy outgoing, my book,
To the impatience of a little brook,
Which might with flowers have fingered pleasantly
Yot Loits to perish in the mighty sea.'
Trench
CALCUTTA: PRINTED AT THE BAPTIST MISSION PRESS
1894
সামান্য স্নেহ-উপহার
মা আমার।
আজি এই উপহার কমল-চরণে,
রাখিতেছি সুগভীর স্নেহরাশিসনে॥ অযোগ্য অসার বলে, এনেছি চরণ-তলে,
ক’দিন জগত আর রাখিবে যতনে?
উড়ে যাবে ধূলিসম সংসার-কাননে॥
অনুরোধ করিব না রাখিতে, মা, তুলে।
রাখিতে ইহারে তব স্মৃতি-নদী-কূলে! রেখো শুধু রাঙ্গা পায়ে, চিরদিন সুখী হ’য়ে,
আয়াস সফল মম, ভাবিব তা’হ’লে।
ধূলিরাশি ধূলিসম র’বে পদতলে।
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।