শর্ব্বরী।

আসিল শর্ব্বরী সতী নীরব হইয়ে,
তারকার মালা গলে,
শশধর লয়ে ভালে,
নামিল ধরায় নিশা সুচারু হাসিয়ে॥
প্রকৃতি নিস্তব্ধ এবে,
নিদ্রিত মানব সবে,
হাসিছেন নিশাদেবী মাখিয়ে জোছনা।
সরোবরে কমলিনী,
ম্লানমুখী বিষাদিনী,
কাটাইছে নিশাভাগ কাঁদিয়ে ললনা॥
কম্পিত সরসী-নীরে,
স্বীয় প্রতিমূর্ত্তি হেরে,
চন্দ্রমা হাসিছে আজি পুলকে মাতিয়ে।
শশীর কিরণ দেখি,
পাখীকুল হ’য়ে সুখী,
কলরব করে সবে প্রভাত ভাবিয়ে॥

আবার নীরব হ’য়ে,
প্রণমি সে দয়াময়ে,
বারেক উড়িয়া পুনঃ কুলায় পশিছে।
ফুটেছে কামিনী ফুল,
ফুটেছে মালতী ফুল,
বেল জুঁই কত ফুল ফুটিয়ে রয়েছে॥
গন্ধবহ সমীরণ,
বহিতেছে অনুক্ষণ,
ফুলের সৌরভ ল’য়ে বহিতেছে দূরে।
সৌধ অট্টালিকা সব,
অচল হ’য়ে নীরব
বিস্মিত মোহিত হ’য়ে এই শোভা হেরে॥
অগণ্য তারকাগণ,
ছাইয়ে আছে গগণ,
হেরিছে পৃথিবী পানে হাসিয়ে হাসিয়ে।
এসব মহিমা হেরে,
প্রণমি পরমেশ্বরে,
ধন্যবাদ করি তাঁ’রে কৃতজ্ঞ হইয়ে॥