ধূলিরাশি/স্নেহের ভগিনী আমার (উপহার)
স্নেহের ভগিনী আমার।
(উপহার।)
স্নেহের প্রতিমা মম,
স্নেহ নিদর্শন সম,
আনিয়াছি ভোর ভরে এই উপহার।
স্নেহের নয়নে হেরে,
লইবে কি সমাদরে,
সাজা’বে কবি ফুলে, ভগিনি আমার?
তোর ও বালিকা প্রাণে,
কল্পনার উপবনে,
নূতন আশার কলি এখনো ফুটিছে।
হাসির জোছনা মালা
সে ফুলে করিছে খেলা,
সুখের নীহার নীর নীরবে ঝরিছে।
কবিতা কানন সম,
ক্ষুদ্র উপহার মম,
মেহের ভগিনি তোরে করি রে অর্পন।
কবিতা মুকুল রাশি,
ছড়াবে মধুর হাসি,
ফুটিবে সুখের ফুল উজলি কানন।
শৈশবের হাসি রাশি,
এখন(ও) রয়েছে মিশি,
তুষার জিনিয়া শুভ্র সরল অন্তরে।
অপূর্ণ বাসনা যত,
মেঘহীন তারা মত,
ফুটিয়া উঠিবে ধীরে তোর চারি ধারে।
ঊষার আলোেক সম,
এ শুভ কামনা মম,
শীতলিরে হৃদি ভোর, স্নেহের পরশে।
কুসুম কোমল প্রাণে,
ঢালিবে তারকা গণে,
সুখের শিশির রাশি তোর আশে পাশে
চিরসুখী হেরে তোরে,
যাইতে বাসনা করে,
শান্তির আলোকময় উজল আলয়ে।
কিন্তু এ কামনা মম,
ফুলের সৌরভ সম,
চিরদিন হৃদে তোর রহিবে ঘেরিয়ে।