ধূলিরাশি/ভ্রাতার প্রতি (জন্মদিনে)
ভ্রাতার প্রতি।
(জন্মদিনে।)
উর্দ্ধ হ’তে আজি সহস্র ধারায়,
পড়ক আশিস্ রাশি।
জীবনের পথ করুক উজল,
স্বরগের চিরহাসি।
আজি শুভদিনে কি আছে আমার,
দিতে ও চরণোপরে।
নাই বলে আজি চাহি বার বার,
উর্দ্ধ পানে যোড় করে॥
আছে শুধু চির হৃদয় বাসনা,
স্নেহ-রাশি সাথে তা’রি।
আছে একখানি স্নেহপূর্ণ প্রাণ,
মঙ্গলকামনাকারী॥
প্রভুর চরণে আকুল প্রার্থনা,
করেছি হৃদয় ভরে।
তার ইচ্ছামত হউক সকলি,
জানি যে মঙ্গল ত’রে।
সমুখে তোমার অনন্ত জীবন,
সাথে যীশু চিরাশ্রয়।
আর(ও) কিছু গেলে অঙ্গীকৃত দেশ,
উজল আলোকময়॥
চলে যাও ভাই জীবনের পথে,
কিসের ভাবনা আর?
দুখের জগতে রাখিবেন সুখে,
প্রভু যীশু প্রেমধার॥
জীবনে তোমার শিশুহাসি রাশি,
থাক্ সদা উজলিত।
যাতনা পাইলে ধু’য়ে দিবে তা’রা,
স্নিগ্ধ জোছনার মত॥
যেমতি তোমার উন্নত হৃদয়,
সকলি মধুর দেখ।
কুটিলতাময় জগতে তেমনি,
এই চাই, সুখে থাক॥