সূর্য্যোদয়।

উজলিয়া পূরব গগণ,
প্রকাশিল তরুণ তপন;
 হেরিয়া নূতন ছবি,
 পলাইলা ঊষাদেবী,
নিরখি’ সে লোহিত লোচন॥

ধীরে ধীরে প্রাতঃসমীরণ,
পরশিল মুদিত প্রসূন;
 চমকি কুসুমচয়।
 জাগিল কাননময়,
হাসিয়া জাগিল উপবন॥

হেরে রবি হাসিছে ধরণী,
ঝরিতেছে স্বচ্ছ নিঝরিণী;
 আসিয়া নির্ঝর তীরে,
 পান করে ধীরে ধীরে,
পিপাসিত যত কুরঙ্গিনী॥


গিরি’পরে বালক তপন,
ছড়াইছে কণক কিরণ;
 সুবর্ণ বসনে আজি,
 সাজিয়াছে তরুরাজি,
সুখী আজি যত জীবগণ॥

আনন্দেতে বিহগ নিচয়,
হেরিয়া এ সুখ-সূর্য্যোদয়,
 কাঁপায়ে নীলগগণ
 কাঁপাইয়ে উপবন,
গাহে প্রাতঃ করি সুখময়॥

দেখিয়া এ শোভা সমুদয়,
কা’র মন মোহিত না হয়?
 কৃতজ্ঞ অন্তরে আমি,
 তাইহে তোমায় নমি,
সৃষ্টিকর্ত্তা প্রভু দয়াময়॥