ধূলিরাশি/দাও ছেড়ে দাও

দাও ছেড়ে দাও।

“Blessed are the dead which die in the Lord.” Rev. 13

.

(গৃহগমনোন্মুখ প্রবাসীর বিদায় প্রার্থনা।)

দাও ছেড়ে দাও—
পাইবে অসীম শন্তি উর্দ্ধপানে চাও।
খুলিছে স্বরগদ্বার, সুমধুর ধ্বনি তার,
দূর হ’তে ধীরে ধীরে পশিছে শ্রবণে।
মগন র’য়েছি যেন কি সুখ-স্বপনে॥

দাও ছেড়ে দাও,
 প্রভুতে প্রকৃত সুখী চিরদিন হও।
কেন এত অশ্রুজল, বহিতেছে অবিরল,
 এতো নহে ক্লেশময় বিদেশভ্রমণ।
 যেতেছি বিদেশ হ’তে পিতার ভবন॥