ধূলিরাশি/দাও ছেড়ে দাও
< ধূলিরাশি
(পৃ. ১১৬-—)
দাও ছেড়ে দাও।
“Blessed are the dead which die in the Lord.” Rev. 13
(গৃহগমনোন্মুখ প্রবাসীর বিদায় প্রার্থনা।)
দাও ছেড়ে দাও—
পাইবে অসীম শন্তি উর্দ্ধপানে চাও।
খুলিছে স্বরগদ্বার, সুমধুর ধ্বনি তার,
দূর হ’তে ধীরে ধীরে পশিছে শ্রবণে।
মগন র’য়েছি যেন কি সুখ-স্বপনে॥
দাও ছেড়ে দাও,
প্রভুতে প্রকৃত সুখী চিরদিন হও।
কেন এত অশ্রুজল, বহিতেছে অবিরল,
এতো নহে ক্লেশময় বিদেশভ্রমণ।
যেতেছি বিদেশ হ’তে পিতার ভবন॥