ধূলিরাশি/সায়াহ্নশোভা
< ধূলিরাশি
(পৃ. ৬৯-৭০)
সায়াহ্ন শোভা।
কিবা শোভা আজি হের হ’য়েছে গগণোপরে
লোহিতবরণ মেঘে ছেয়েছে নীল অম্বরে।
অস্তমিত বিভাকর,
প্রকাশি বিমল কর,
কণক-কিরণ-জাল ছড়ায়েছে তরুশিরে।
ইচ্ছা করে যাই চলে,
ভেদিয়া ঐ মেঘজালে,
পবিত্র সুখেতে পূর্ণ উজল অমর পুরে॥
আবার গগণ মাঝে,
দেখ মেঘধনু রাজে,
প্রকৃতি পরেছে আজি রতন-কিরীট শিরে॥
প্রতি সন্ধ্যা এই খানে,
আসিয়া হরষ মনে,
প্রণমি সে নির্ম্মাতারে প্রকৃতির শোভা হেরে॥
তাই বলি মন প্রতি,
যীশু অগতির গতি,
তাহারে ধরিয়া সুখে যা’ব সেই স্বর্গ পুরে॥