ধূলিরাশি/স্নেহের ভগিনী আমার (শুভ জন্মদিন উপলক্ষে)

স্নেহের ভগিনী আমার।

(শুভ জন্মদিন উপলক্ষে।)

চিরদিন সুখে,
হাসি রাশি মুখে,
  বরষ কাটিয়া যাক্।

চপল নয়নে,
উজল আননে,
  ঊষার হাসিটি থাক্।

সম উপহার,
এ চুল আমার,
  দিতেছি ভগিনি তোরে


সামান্য এ চুল,
সরুলতা ফুল,
  লবে কি যতন করে?

দূর ভবিষ্যতে
জীবনের পথে,
  হইবে তোমার সাথী।

নীরব ভাষায়,
শুনা’বে তোমায়,
  বিগত স্নেহের গীতি।

অযোগ্য এ চুল,
স্নেহ যে বিপুল,
  দিতেছি তাহারি সনে।

অযোগ্যতা বলে,
জগত ভুলিলে,
  তুই কি রাখিবি মনে?