ধূলিরাশি/মা আমার
< ধূলিরাশি
(পৃ. ৪৫-৪৬)
মা আমার।
প্রাণাধিকা প্রিয়তমা জননি আমার,
স্নেহময় পবিত্র ও কোমল যে মন।
অজ্ঞাতে আঘাত যেন অন্তরে তোমার,
প্রিয়তমা জননি গো, না করি কখন॥
অকপট অকৃত্রিম তোমার স্নেহ মা,
খুঁজিলেও পাইব না ধরণী-মাঝারে।
তোমার সরল মুখ যখন হেরি মা,
ভাবি চির-সুখী আমি পুলকের ভরে॥
জীবন-আকাশে মম তারকার সম,
ক্লেশময়-ধমাঝে আলোক উজল।
কে আছে অবনী-তলে সুখী মম সম,
যখন তুমি মা মম জুড়াবার স্থল॥
এই চাই প্রাণাধিক জননি আমার,
যতদিন পৃথিবীতে রহিবে জীবন।
অতৃপ্ত-নয়নে হেরে আনন তোমার,
ভাবিব এ ধরা মম সুখ-নিকেতন।