সন্ধ্যা।

ধীরে ধীরে সন্ধ্যা’গত কি সুন্দর শোভা।
স্বর্ণবর্ণ মেঘগুলি,
চলে যেন পাখা তুলি’,
দ্রুতগতি যায় চলে প্রকাশিয়ে আভা॥

একটি তারকা শোভে গাছের আড়ালে।
নীল গগণের মাঝে,
একটি তারকা রাজে
কি অপূর্ব্ব শোভা আজি গগণের কোলে

একে একে কত তারা গগণে প্রকাশে।
জ্বালিল প্রদীপ এবে,
সুরবালাগণ সবে,
রৌপ্যময় দীপ কত জ্বলিল আকাশে॥


হাসি’ দেখা দিল শশী গগণের মাঝে।
শশীর বিমল আলো,
চারি-দিকে প্রকাশিল,
অগণ্য তারকা-মাঝে চন্দ্রমা বিরাজে॥