সন্ধ্যা।

কিবা মনোহর, পর্ব্বত উপর,
পড়িয়াছে আধ সায়ং ছায়া।
পর্ব্বত-আড়ালে, তপন লুকালে,
আঁধারে ঢাকিল ধরণী-কায়া॥

রজনী আসিল, ধরণী পরিল,
অতি মনোহর নবীন বাস।
অর্দ্ধ চন্দ্র ধীরে, পর্ব্বত উপরে,
হাসিয়া হাসিয়া হ’ল প্রকাশ॥

ধীরে সন্ধ্যা কোলে, পর্ব্বত আড়ালে,
উকি ঝুঁকি মারে সাঁঝের তারা।
ধীরে ধীরে ধীরে, দুই তিন ক’রে,
সমস্ত গগণে ফুটিল তারা॥


শশাঙ্ক নবীন, হ’ল তেজোহীন,
ঢলিয়া পড়িল পর্ব্বত’পরে
আবার এখন, নূতন বসন,
পরিল ধরণী আনন্দভরে॥