ধূলিরাশি/শিশুদিগের গান
< ধূলিরাশি
(পৃ. ৯৪-৯৫)
শিশুদিগের গান।
চরণ সমীপে তব আসিয়াছি চির তরে।
ভব ক্ষুদ্র মেষগণে দিওনা ভ্রমিতে দূরে॥
গহন সংসার বনে,
আমাদের একসনে,
রাখহে সম্মুখে তব স্নেহের প্রাচীরে ঘিরে।
আমরা তোমারি, ভাই এসেছি সাহস করে॥
শুনেছি লোকেরা বলে,
সুনীল আকাশ তলে,
নাহিক অসীম সুখ, সকলি দু’দিন ভরে।
“দুখের জগত ইহা” কহে তা’রা বারে বারে
জানিনা কেন যে সবে,
আলোকপূরিত ভবে,
থাকিতে চাহেনা কেহ কেন প্রভো ঘৃণা করে।
এত যে পাখীর গান উজল জগত’ পরে॥
ওহে যীশু দয়াময়,
আমাদের চিরায়,
দিওনা ডুবিতে কভু সীমাহীন অন্ধকারে।
তুমিই আশ্রয়-গিরি, রহিব তোমারে ধরে॥
যেমতি হে পুরাকালে,
শিশুগণ দলে দলে,
ছুটিয়া আসিত সবে লইতে হরষ-ভরে।
তোমার স্নেহের হাত তাহাদের শিরোপরে॥
তেমতি হে একসনে,
আসিয়াছি ও চরণে,
আশিস্ কর হে, পিতঃ আমাদের কোলে করে।
চিরদিন সুখী হ’ব বিশ্বাস নয়নে হেরে॥