ধূলিরাশি/অতুল ধন
< ধূলিরাশি
(পৃ. ১৯-২০)
অতুলধন।
কেমন সুন্দর, সব-দুখ-হর,
ওরে শিশু তোর সরল মুখ।
হাসরে আবার হাস একবার,
দেখে মনে কত উপজে সুখ॥
প্রফুল্ল কমল, তোমার কপোল,
হাসি হাসি সদা ও মুখখানি।
ইচ্ছা হয় তো’রে, চুমি বারে বারে,
শুনি আধ আধ তোমার বাণী॥
যবে ছলে হলে, বসি’ মম কোলে,
হাসিতে চাহিয়ে আমার পানে।
যবে ডাকিতাম আদরের নাম,
নাচিতে তখন হরষ-মনে॥
থাক সুখে, বলি, স্নেহের পুতলি,
থাক সুখে মম অতুলধন।
স্নেহের অতুল, গুণেতে অতুল,
সুখে থাক্ তব দেহ ও মন॥