স্বপ্ন।

কিবা মনোহর,
হের সুধাকর,
প্রকাশিয়ে কর,
হাসিছে
নিরমল সুধা,
চকোরের ক্ষুধা,
বিতরিয়ে সুধা,
হরিছে॥

সরসে নলিনী,
হ’য়েছে মলিনী,
হাসে কুমুদিনী,
পুলকে।
শশীর কিরণ,
উজলে ভুবন,
সুখী প্রাণিগণ
আলোকে
একটি কুঠরী,
শ্বেত শয্যোপরি,
পরমা সুন্দরী,
কুমারী।
নিদ্রিত রয়েছে,
ঘুমায়ে হাসিছে,
এলায়ে পড়েছে,
কবরী।
দেখিছে স্বপনে,
যেন একসনে,

বাল্যসথীগণে,
খেলিছে।
বহুদিন পরে,
সাক্ষাৎ এবারে,
আনন্দ সাগরে
ভাসিছে॥
বালার আনন,
চাঁদের কিরণ,
করে আচ্ছাদন,
সুখেতে॥
সহসা সুশীলা,
চমকি উঠিলা,
চিন্তা দেখা দিল,
মুখেতে॥
ভাঙ্গিল এখন,
সুখের স্বপন,
কোথা সখীগণ,
হায় রে।

করেছে গমন,
অমর-ভবন,
তবে এ স্বপন,
কেন রে।
ভাবিয়ে সকল,
হইল বিকল,
অচেতন হ’ল,
শয্যাতে।
বালার আনন,
চাঁদের কিরণ,
করে আবরণ,
দুখেতে॥