নির্ঘণ্ট আলাপ:প্রবাসী (প্রথম ভাগ).djvu

সাম্প্রতিক মন্তব্য: Jayantanth কর্তৃক ৮ বছর পূর্বে

হৃষিকেশবাবু আপনি দেখলাম আপলোড করলেন। আমি কালই এইটি DLI থেকে ডাঊনলোড করেছি, কিন্তু আপনার দেওয়া প্রচ্ছদটি তো দেখলাম না? প্রচ্ছদটি রঙ্গীন ও বেশ ভাল। কৌতুহল রইল , আপনি কি অন্য কোনো উৎস থেকে পেয়েছেন? যাই হোক আমি আবার তত্ত্ববোধিনি ও বামবোধিনী ও বঙ্গদর্শন নামিয়ে ফেলেছি, শুধু এখানে আপ্লোড করা বাকি।Jayantanth (আলাপ) ১৫:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

@Jayantanth: এই ফাইলের ভাল উৎস আপনার আলাপ পাতায় আগেই দিয়েছি৷ প্রচ্ছদটা পেয়েছি ইংরেজি উইকিপিডিয়া থেকে৷ Hrishikes (আলাপ) ১৭:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
@Hrishikes:, হ্যা আপনার দেওয়া লিঙ্কগুলি দেখেছি, তবে ওখানের বেশির ভাগ বই কপিরাইট আওতার মধ্যে আছে। আর বইগুলিতে ওয়াটার মার্ক থাকে। I hate watermark book. যাই হোক, তবে লিঙ্কগুলি বেশ ভালই কাজে লাগবে। Jayantanth (আলাপ) ১৭:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
@Jayantanth: আপনার আলাপ পাতায় দেওয়া Cross Asia Repository linkগুলোতে আপনি কোথায় watermark দেখলেন? ওর মধ্যে একটা link সাময়িকপত্রের, যাতে আছে বিপুল সম্ভার এক জায়গায়৷ এই নির্ঘণ্টের নির্দিষ্ট link নির্ঘণ্ট পাতায় দিয়েছি৷ প্রথমাংশের ছবিযুক্ত পাতাগুলি তা থেকে নেওয়া৷ ছবি ওতে ভাল হলেও পাতার margin পড়তে অসুবিধা, তাই শেষাংশ পুরোপুরি DLI থেকে দিয়েছি৷ যাই হোক, আমি সাময়িকপত্রের একটা portal বানিয়েছি, ওতে header লাগিয়ে ও উপযুক্ত portal শ্রেণীবিভাগ সমেত একটা সুষ্ঠু রূপ দেওয়া যায় কিনা দেখতে পারেন৷ Portal-এর বাংলা প্রবেশদ্বার বড্ড খটমট৷ তোরণ হলে ভাল হত৷ আপনার প্রতিলিপ্তকরণ নিয়েও আমার আপত্তি আছে৷ প্রতিলিপ্ত একটা participle, তার সঙ্গে কোন প্রত্যয় ছাড়া করণ লাগানো যেতে পারে কি? হতে পারত প্রতিলিপ্তীকরণ, স্পষ্টীকরণের মত৷ Transcription-এর ভাল বাংলা হতে পারে প্রতিলিপিকরণ বা পরিলেখন৷ Transclusion Wikimedia-র নিজস্ব শব্দ, একে লেখা যেতে পারে পরিভুক্তি (Trans=পরি, যেমন transport = পরিবহণ; clusion = ভুক্তি, যেমন inclusion = অন্তর্ভুক্তি)৷ Hrishikes (আলাপ) ০১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
@Hrishikes:, দুঃক্ষিত, আমি একটু ভুল করে ফেলেছি, আমি আসলে এই http://www.xossip.com/showthread.php?t=1309123 লিঙ্কটার বইগুলির ওয়াটার মার্কের কথা বলতে চেয়েছিলাম। Cross Asia Repository linkগুলোতে কোনো ওয়াটার মার্ক থাকবে না, কারন ঐগুলি লাইব্রেরি নিজে করেছে। Jayantanth (আলাপ) ০৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"প্রবাসী (প্রথম ভাগ).djvu" পাতায় ফেরত যান।