নেতাজীর জীবনী ও বাণী/আত্মবলিদান
আত্মবলিদান
আমাদের সব আছে—প্রকৃতি, সৌন্দর্য্য, শারীরিক বল, শিক্ষা, দীক্ষা, শোর্য্য, বীর্য্য, বিদ্যা বুদ্ধির কোনটির অভাব নাই। এ সব উপাদান লইয়া নিখুঁত মূর্ত্তি রচনা হইতে পারে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আয়োজন কোথায়? প্রাণ প্রতিষ্ঠা সেই দিন হইবে যে দিন সমগ্র জাতির মধ্যে মুক্তিলাভের প্রবল আকাঙ্ক্ষা জাগরিত হইবে।
আমাদের আছে সবই—শুধু নাই একবস্তু—নিঃশেষে আত্মবলিদান—একটি আদর্শের পশ্চাতে সারাজীবন অনুধাবনের ক্ষমতা যাকে বলে tenacity of purpose। আমরা দেশকে অন্তরের সঙ্গে ভালবাসি না, আমরা করি গৃহবিবাদ। আমাদের মধ্যে জন্মায় মিরজাফর, উমিচাঁদ। মিরজাফর, উমিচাঁদ আজও মরে নাই। এখনও তাহাদের বংশবৃদ্ধি হইতেছে। আমরা যদি দেশকে ভালবাসিতে শিখি তবে আত্মবলিদানের ক্ষমতা লাভ করিব। আমরা অবিরাম ও অক্লান্ত পরিশ্রমের ক্ষমতা লাভ করিব। বনে জঙ্গলে যুগ যুগান্তর তপস্যা করিলেও পাইব না, পাইব নিকাম কর্ম্মের মধ্যে জীবন ঢালিয়া দিলে অবিরাম সংগ্রামে লিপ্ত হইলে।