নেতাজীর জীবনী ও বাণী/স্বাধীন ভারত

স্বাধীন ভারত

 আমি নিজেকে স্বপ্নবিলাসী বলিয়া স্বীকার করিতেছি। আমার নিকট এই সমস্ত স্বপ্নই কঠোর বাস্তব সত্য বলিয়া মনে হয়। এই স্বপ্ন হইতে আমি উদ্দীপনা লাভ করি। কাজ করিবার শক্তি আমার প্রাণে জাগে, স্বপ্ন বিনা জীবনের কোন মাধুর্য্যই থাকে না।

 আমার স্বপ্ন স্বাধীন ভারতের স্বপ্ন। আপনার প্রভায় গৌরবান্বিত সমুজ্জল ভারতের স্বপ্ন। আমি চাই—এই ভারতে স্বাধীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হউক, তাহার সৈন্য, তার নৌবল, তার বিমানপোত, তাহার সমস্তই স্বাধীন হউক। আমি চাই পৃথিবীর স্বাধীন দেশ সমূহে স্বাধীন ভারতের দূত প্রেরিত হউক।