নেতাজীর জীবনী ও বাণী/জনপ্রিয়তা
জনপ্রিয়তা
আমাদের জনপ্রিয় হওয়ার লোভ একবারে ত্যাগ করিতে হইবে। কখন কখন জনসাধারণের মনের উচ্ছ্বাস দমন করার দায়িত্বও আপনাদিগকে লইতে হইবে। সমসাময়িক ব্যক্তিদের চেয়ে দৃষ্টি বহুদূর প্রসারিত করিতে হইবে। বন্ধুহীন অবস্থায় একাকী দাঁড়াইয়া সমস্ত জগতের বিরুদ্ধে যুদ্ধ করিতে পারার মত সাহস আপনাদের মনে জাগরূক থাকা চাই। জনপ্রিয়তার স্রোতে যে চিরদিন ভাসিয়া থাকিতে চায় যে হয়ত সাময়িকভাবে সাধারণের প্রশংসা লাভে সমর্থ হয় কিন্তু ইতিহাসে অমর হইতে পারে না। ভবিষ্যতের ইতিহাস সে সৃষ্টি করিতে পারে না। অত্যন্ত নিঃস্বার্থ কাজের জন্য নিন্দা ও বিদ্রুপ, নিকটতম বন্ধুর নিকট হইতে ঈর্ষা ও শত্রুতা —ইহাতে আশ্চর্য্য হইলে চলিবে না।
আঘাত বিপদ আছে বলিয়াই ত জীবনের মূল্য—ত্যাগ, শোক, অত্যাচার না থাকিলে কি জীবনের কোন সৌন্দর্য্য কোন বিচিত্রতা থাকিত।
অসত্য, কপটতা, বন্ধন ও সাম্যের অভাবকে কোন মতেই মানিয়া চলা যায় না। স্বাধীনতার প্রচেষ্টায় অনেক জিনিষ নির্দ্দয় ভাবে ভাঙ্গিয়া ফেলিতে হয়!