নেতাজীর জীবনী ও বাণী/যুব আন্দোলনের সার্থকতা
(পৃ. ১১৮-১১৯)
যুব আন্দোলনের সার্থকতা
ব্যক্তি ও জাতির প্রাণে নিশ্চয়ই এমন কোনও গভীর আকাঙ্ক্ষা আত্মপ্রকাশ করিয়াছে যাহার ফলে, যুব আন্দোলনের সৃষ্টি হইয়াছে। অন্তরের সেই মূলগত আকাঙ্ক্ষা হইতেছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, দেশ ও জাতির সর্ব্বপ্রকার বন্ধন হইতে মুক্তির আকাঙ্ক্ষা, আপনাকে সার্থক করিবার আকাঙ্ক্ষা। কংগ্রেস রাজনৈতিক প্রতিষ্ঠান। ইহার উদ্দেশ্য সীমাবদ্ধ। যুব আন্দোলন জীবনকে সমগ্রভাবে দেখিতে চায় এবং সকল ক্ষেত্রেই স্বাধীনতা চায়। একটা সঞ্চলতা, বর্ত্তমানের সমাজ ব্যবস্থার প্রতি অসন্তোষ, বন্ধন, স্বেচ্ছাচারিতা ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ যুব আন্দোলনের বৈশিষ্ট। জীবের যত দিক আছে যুব আন্দোলনে তত দিক থাকিবে। রাজনৈতিক, অর্থনৈতিক, শরীরগত, শিক্ষাগত ও দীক্ষাগত যুব আন্দোলনের এই পাঁচটি দিক আছে।