নেতাজীর জীবনী ও বাণী/বাধা বিপত্তি
(পৃ. ১১৮)
বাধাবিপত্তি
চিন্তা ও কর্ম্মের নব ধারার প্রবর্ত্তন করিতে গেলে যে বর্ত্তমান ভাবধারা ও স্বার্থের এবং শক্তিশালী দলের সহিত আমাদের বিরোধ বাধিবে তাহা খুবই স্বাভাবিক কিন্তু তাহাতে ভীত হইলে আমাদের চলিবে না। বিরোধ ও বহু বাধার মধ্য দিয়া যুব আন্দোলনকে অগ্রসর হইতে হইবে। এমন সময় আসিবে যখন আমরা চারিদিক হইতে বাধা পাইব এবং সমস্ত জগৎ হইতে যেন বিচ্ছিন্ন এইরূপ মনে হইবে। সেই সঙ্কট সময়ে আমাদের সেই আইরিশ মহাপুরুষের বাণী মনে রাখিতে হইবে যিনি আসন্ন বিপদের মধ্যে দাঁড়াইয়া দৃপ্তকণ্ঠে বলিয়াছিলেন—“জগৎকে যেমন একজন (খৃষ্ট) উদ্ধার করিয়াছিলেন আয়র্লণ্ডকে তেমন একজনই উদ্ধার করিবে।”