নেতাজীর জীবনী ও বাণী/তরুণ সমাজ
(পৃ. ১২৬)
তরুণ সমাজ
সর্ব্বদেশে তরুণ সমাজ অসন্তুষ্ট ও অসহিষ্ণু হইয়া উঠিয়াছে। তাহার যাহা চায় তাহা পায় না। যে আদর্শকে তাহারা ভালবাসে সে আদর্শ বাস্তবের মধ্যে মূর্ত্ত করিয়া তুলিতে পারে না। তাই তাহারা বিদ্রোহী হইয়া উঠিয়াছে এবং যে মানুষ বা যে ব্যবস্থা তাহাদের কর্ম্মপথে অন্তরায় হইয়াছে তাহা অপসারিত করিবার জন্য তাহারা বদ্ধপরিকর।