নেতাজীর জীবনী ও বাণী/Spirit of Adventure
(পৃ. ১২৬-১২৭)
SPIRIT OF ADVENTURE
পাশ্চাত্য জাতি নূতনের সন্ধানে ছুটিতে পারে বলিয়া তাহার এত উন্নতি করিতে পারিয়াছে। নূতনের আকর্ষণে তাহারা গতানুগতিক পন্থা ত্যাগ করিতে পারে কিন্তু আমরা “অজানার” জন্য সর্ব্বদাই ভীত। বাহির অপেক্ষা আমরা যেন ঘরকেই ভালবাসি। আমি বাঙ্গালির তরুণ সমাজকে বলিতে চাই—বাহিরের জন্য, “অজানার” জন্য পাগল হইতে শিখ। ঘরের কোণে বা দেশের কোণে লুকাইয়া থাকিলে চলিবে না।