নেতাজীর জীবনী ও বাণী/ভারতে অন্তর্বিপ্লব
ভারতে অন্তর্বিপ্লব
[ আগষ্ট আন্দোলন ]
১৯৩৯ খৃষ্টাব্দের ১৪ই জুলাই তারিখে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বিখ্যাত “ভারত ছাড়” প্রস্তাব গ্রহণ করেন। এই প্রস্তাব ৮ই আগষ্ট নিখিল ভারত রাষ্ট্রীয় সমিতিতে গৃহীত হয় এই প্রস্তাবে বৃটিশকে ভারত ছাড়িয়া যাইতে অনুরোধ করা হয়। গান্ধীজী অহিংস উপায়ে এই আন্দোলনে সকলকে যোগদান করিতে বলেন। তাঁহার বাণীতে তিনি বলেন “অহিংস উপায়ে প্রত্যেক লোকের স্বীয় কার্যের সম্পূর্ণ অবসান ঘটান অথবা ধর্মঘট চালাইবার স্বাধীনতা আছে।......যখন ব্যক্তিগতভাবে প্রত্যেকে মৃত্যুর সম্মুখীন হইতে পরিবে জাতি তখনই বাঁচিতে পারে”। তিনি বাণী দেন “হয় কর না হয় মর, করেঙ্গে য়্যা মরেঙ্গে।” নিম্নে এই ঐতিহাসিক প্রস্তাবের সারমর্ম দেওয়া হইল। নেতাজী ত্রিপুরী কংগ্রেসে ইংরেজকে ছয় মাসের চরম পত্র দিবার প্রস্তাব উত্থাপন করিতে চাহেন কিন্তু মহাত্মা চালিত কংগ্রেস কর্তৃপক্ষ সেই প্রস্তাবে রাজী হন না। আজ কংগ্রেস কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হইয়াছে। নেতাজীই প্রকৃত প্রস্তাবে এই প্রস্তাবের জনক। “ভারত ছাড়” এই দুইটি ঐন্দ্রজালিক শব্দে আসমুদ্রহিমাচলে ভারতবর্ষ চঞ্চল হইয়া উঠে। ভারতের ভিতরে অন্তর্বিপ্লব দেখা দেয় এবং ভারতের বাহিরে নেতাজীর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী এই প্রস্তাবের বাস্তব রূপ দিতে চেষ্টা করে।