নেতাজীর জীবনী ও বাণী/যুব আন্দোলনের উদ্দেশ্য
যুব আন্দোলনের উদ্দেশ্য
নূতনের সন্ধান আনা, নূতন সমাজ, নূতন রাষ্ট্র, নূতন অর্থনীতির প্রবর্ত্তন করা; মানুষের মধ্যে নূতন ও উচ্চতর আদর্শ উদ্বুদ্ধ করিয়া তাহাকে মনুষ্যত্বের উচ্চতর সোপানে লইয়া যাওয়া যুব আন্দোলনের উদ্দেশ্য। এই অশান্ত, অসন্তুষ্ট বিদ্রোহী মন যার আছে যে ব্যক্তি বর্ত্তমান ও বাস্তবের অবগুণ্ঠন সরাইয়া মহত্তর জীবনের দৃষ্টি ও আস্বাদ পাইয়াছে, সেই ব্যক্তি যুব আন্দোলনের অর্থ হৃদয়ঙ্গম করিয়াছে এবং যুব সমিতি গঠনে অধিকারী হইয়াছে। যে প্রতিষ্ঠান বা আন্দোলনের মূলে স্বাধীন চিন্তা বা নৃতন প্রেরণা নাই তাহা তরুণের প্রতিষ্ঠান বা আন্দোলন বলিয়া অভিহিত হইতে পারে না। যুগে যুগে তরুণের প্রাণ বার্দ্ধক্যের বিরুদ্ধে, অনুকরণেচ্ছার বিরুদ্ধে, ভীরুতার বিরুদ্ধে, ক্লৈবের বিরুদ্ধে, অজ্ঞতার বিরুদ্ধে এবং সর্ব্বপ্রকার বন্ধনের বিরুদ্ধে সংগ্রাম করিয়া আসিতেছে।