নেতাজীর জীবনী ও বাণী/সঙ্কল্প
(পৃ. ১১২)
সঙ্কল্প
“আমরা মানুষ হব; নির্ভীক মুক্ত খাঁটি মানুষ হব। নূতন স্বাধীন ভারত আমরা ত্যাগ, সাধনা ও প্রচেষ্টার বলে গড়ে তুলব। আমাদের ভারতমাতা আবার রাজরাজেশ্বরী হবেন; তাঁর গৌরবে আমরা গৌরবান্বিত হব। কোনও বাধা আমরা মানব না; কোনও ভয়ে আমরা ভীত হব না। আমরা নূতনের সন্ধানে অজানার পশ্চাতে চল্ব। জাতির উদ্ধারের দায়িত্ব আমরা শ্রদ্ধার সঙ্গে বিনয়ের সঙ্গে গ্রহণ করব। ঐ ব্রত উদযাপন করে আমরা আমাদের জীবন ধন্য করিব। ভারতবর্ষকে আবার বিশ্বের দরবারে সম্মানের আসনে বসাব। শ্রদ্ধাবনত মস্তকে গললগ্রীকৃতবাসে মাতৃচরণে সমবেত হইয়া করযোড়ে বলি—“পূজার সমস্ত আয়োজন সম্পূর্ণ, অতএব জননি! জাগৃহি।”