নেতাজীর জীবনী ও বাণী/আত্মশক্তির স্ফুরণ
আত্মশক্তির স্ফুরণ
আমাদের অসীম শক্তি আছে—নাই আমাদের আত্ম-বিশ্বাস ও শ্রদ্ধা। নিজের উপর, নিজের জাতির উপর বিশ্বাস ও শ্রদ্ধা ফিরাইয়া আনিতে হইবে। দেশবাসীকে অন্তরের সঙ্গে ভালবাসিতে হইবে। মানুষ অন্তরের সহিত যাহা আকাঙ্ক্ষা করে তাহা একদিন পাইবেই পাইবে।
স্বাধীনতা লাভের জন্য আমরা যদি পাগল হইতে পারি তবেই আমাদের অন্তর্নিহিত অসীম শক্তির স্ফুরণ হইবে। আমরা নিজেরাই অবাক হইব এত শক্তি এতদিন কোথায় লুকাইয়া ছিল। এই নব জাগ্রত শক্তির বলে আমরা স্বাধীনতা অর্জ্জন করিতে পারিব। আমরা যতই স্বাধীনতার জন্য ব্যাকুল হইব ততই আমরা আনন্দের অনুভূতি পাইব। এই আনন্দের কাজ ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কেবল স্বাধীনতার কথাই চিন্তা করিব, স্বাধীনতার স্বাদই উপলব্ধি করিব, স্বাধীনতার কাহিনীই স্বপ্নে দেখিব।
জাতিকে যদি মুক্ত করিতে হয় তবে সর্ব্বাগ্রে স্বাধীনতার আস্বাদ নিজের অন্তরে পাইতে হইবে। “আমি মুক্ত, স্বাধীন মানুষ”—এই কথা ধ্যান করিতে করিতে মানুষ সত্য সত্যই নির্ভিক হয়ে উঠে। নির্ভিক হইতে পারিলে মানুষ কোনও বন্ধনে আবদ্ধ হয় না। কোনও বাধাবিঘ্ন তাহার পথরোধ করিতে পারে না।