নেতাজীর জীবনী ও বাণী/যুব আন্দোলনের উৎপত্তি
(পৃ. ১০৯)
যুব আন্দোলনের উৎপত্তি
বর্তমান অবস্থা এবং বাস্তবের কঠিন বন্ধনের প্রতি প্রবল অসন্তোষ হইতে যুব আন্দোলনের উৎপত্তি। তরুণ প্রাণ কখনও বর্ত্তমানকে বাস্তবকে চরম সত্য বলিয়া গ্রহণ করিতে পারে না। বিশেষতঃ যেখানে সে বর্ত্তমানের মধ্যে বাস্তবের মধ্যে অত্যচার অবিচার বা অনাচার দেখিতে পায় সেখানে তার সমস্ত প্রাণ বিদ্রোহী হইয়া উঠে। সে ঐ অবস্থার একটা আমূল পরিবর্ত্তন করিতে সাহসী হয়। যুব আন্দোলনের উৎপত্তি প্রবল অসন্তোষ হইতে—ইহার উদ্দেশ্য ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে নূতন আদর্শে নূতনভাবে গড়িয়া তোলা। সুতরাং আদর্শবাদই যুব আন্দোলনের প্রাণ।