পঞ্চক মালা/আর খুঁজিনে
(পৃ. ৬৫)
(৩)
আর খুঁজিনে সুখের ঝরা, ভোরের আলো, সাঁঝের ছায়ায়।
উৎস গেছে খুলে বুকে তোমার হাসি তোমার মায়ায়।
তোমার আঁখির দৃষ্টি পড়ে,—
আর ডরিনে বর্ষা ঝড়ে;
যাক না শরৎ, যাক্ বসন্ত, চাইনে তৃপ্তি ফুলে, হাওয়ায়।
তোমার নামে প্রাণের পরে
বহে সমীর, পুষ্প ঝরে;
তোমার প্রীতির চাঁদ মাখানো শিশির জলে আমায় নাওয়ায়॥