ঋষি।

প্রশান্ত অন্তরে বসি, হে ঋষিপ্রবর,
ফুরন্ত ক্লান্তি-হীন উদ্যত উদ্যমে
কি ফুল্ল জ্ঞানের পুষ্প বিকশি’ সুন্দর-
সে ফুলে মৃত-পান করিছ সংযমে।
ভোগ-সুখ তুচ্ছ করি, নিত্য চিত্ত ভরি
অক্ষয় অমূল্য নিধি করিছ সঞ্চয়।
সে রত্ন যতনে তুলি’ দিলে উপহরি;
ধন্য তাহে জন্মভূমি। তুমি বিশ্বময়
ঘোষিলে দেশের খ্যাতি, লোকি’ কিরণে
অতীত বিস্মৃত তার গৌব অমল।
ক্ষুদ্র এই স্তুতি-পুষ্প লবে কি চরণে?
এ নহে সুরভি-স্নাত প্রফুল্ল মল।
কৃপা করি উপহার লইলে বহি
অসীম আনন্দ প্রাণে, চরণে নমি