পঞ্চক মালা/সন্ন্যাসী
(পৃ. ৯৮)
সন্ন্যাসী।
অন্বেষিছ হে সন্ন্যাসী, ভস্ম মেখে গায়
পরম চরম সত্য। দলিয়াছ পায়
মার-বিভবের মায়া; কি অমর পণ!
অরবিন্দ সম কান্তি, তরুণ জীবন,
কঠোর সাধনা ব্রতে করিতেছ। ক্ষয়;
সহি ক্লেশ, দৈন্য সদা মুখ ম্লান নয়।
দুঃখ যত পোষে, তত চন্দনের মত
সুরভি অধিক তব নিঃসরে সতত।
হেলায় এড়ালে ক্ষুদ্র জগতের কারা;
ছিন্ন শৃঙ্খলের গ্রন্থি। আনন্দের ধারা——
ঢালিছ ভারত-ভুমে। দেব মহেশ্বর,
কর এ সন্ন্যাস-ধর্ম্ম আলোকে ভাস্বর।
সে আলোকে শত শত যুবক ভারতে
করি স্নান, নেবে দীক্ষা, নব সেবা ব্রতে।