খেয়াল পঞ্চক।
খেয়াল।

বিশ্বখানি সৃষ্টি যাঁর, তিনি কি খেয়ালি?
নহিলে কেন জগৎ ভরা কেবলি হেঁয়ালি?
খেয়ালে এসে খেয়ালে যায়—সুখের পরে দুখ,
ঋতুর পরে ঋতুর লীলা, যুগের পরে যুগ।


খেয়ালে গীতি গাহে ভারতী মানস-সর-মাঝে;
চরণ দোলে বীণার তালে,—কমলদল নাচে।
সুরের সাথে চরণ-পূত সুরভি আসে ছুটে;
খেয়ালে তাই কাব্য-লীলা পুলকে ওঠে ফুটে।