পঞ্চক মালা/দোষ নিজের নয় গো মা
(পৃ. ১১১-—)
দোষ নিজের নয় গো মা।)}
(“দোষ কারো নয় গো মা”র সুরে)
দোষ নিজের নয় গো মা।
(আমি) খোদার খোঁদা খানায় পড়ে মারি শ্যামা।
(হায়রে) সঙ্গী দোষে নাটক দেখেই পড়া আটক্,
এবং আড্ডা ফেঁদে সেধে সা ঋ গা মা;
(তাহে) হ’ল মাথা খারাপ খেয়ে পরের সরাপ;
বেচ্তে হ’ল শেষে পুঁথি ধূতি জামা।
(ওগো) ছিল না তাঁর কসুর— চাক্রি দিলেন শ্বশুর,
কিন্তু কলম্পিশে আপীসেতে ঘামা—
পোষাল না; ওসে পূর্ব্বজন্মের দোষে
তাড়িয়ে দিল সাহেব; কুড়িয়ে নিলেন্ মামা।
(পরে) বহু কষ্ট ভুগে দাসীর ঘরে ঢুকে,
বাক্স ভেঙ্গে নিলেম্ সোণা রূপা তামা;
(হায়রে) শীলতা ভুলি সে দিলরে পুলীশে,
(পোড়া) গ্রহ-দোষে ক্ষমা করিল না বামা।
(পাড়ার) সঙ্গী গুলোর দোষে, শনি গ্রহের রোষে,
পূর্ব্ব জন্মের পাপে, বিধির শাপে শ্যামা,—
(এখন্) মাথায় করে বই- তারা ব্রহ্মমই!
(ভাব-) কারাবাসে এসে যা-তা ধামা ধামা।