পঞ্চক মালা/তোমার কুসুম কাননে
(পৃ. ৫৩-৫৫)
দুঃখ পঞ্চক।
(গান)
(১)
তোমার কুসুম-কাননে যখন গাহিয়াছিলাম গান,
তখনো ছিল যে নিশার স্বপন
ঊষার ছায়ায় আলসে মগন,
নয়নে তোমার ছিল ঘুমঘোর, জাগেনি তখনো প্রাণ।
তার পরে যাবে সপনি ভাঙ্গিয়া
ফুটিল পাভাত কিরণে রাঙ্গিয়া,
তখনো কর্ণে শুনিলে কেবলি বিহগের কলতান।
গেছে ডুবে দিন, আসিছে আঁধার;
এই সাঁঝে আজ গাহিব আবার;
মরতে প্রীতির এইট শেষ গীতে সঙ্গীত অবসান।