পঞ্চক মালা/সুখের ভরা বহিয়া


(২)

(আমি) সুখের ভরা বহিয়া এনে দুখের ঘরে রাখি।
দুঃখ আছে  বসিয়ে কাছে,
সুখেরে তবু ডাকি।
শৈলে, বনে, গগন-পটে,
সাগর-তলে তটিনী-তটে,
সুষমা হেরি কুসুমে যাবে ফুটিয়া হাসে শাখী,—
(আমি) শ্বাসের ঝড়ে-  ভগ্ন ঘরে
সে শোভা নিয়ে থাকি।
সুস্বনেতে সমীর ধায়,
মৃদুল কলে ঝরণা গায়,
সুধার করা বহিয়া যায় গাইলে বনে পাখী;
(আমি) তীব্র দুখে-  তপ্ত বুকে
সে সুধা এনে মাখি।
মধুর স্মৃতি, প্রীতির রাগে
চিত্র করা মেঘেতে জাগে,—
ফুটিয়া ওঠে মানস পটে মোহন ছবি জাগি;
(আমি) রোদনে-ভিজে আঁখির নীচে
সে ছবি ধরে রাখি।