নিদাঘে।

আনি  প্রথম-নিদাঘ-প্রভাত-তপন।
চরণে,
করি  ভুষিত নবীন বরষ-দিবস
কিরণে,—
মহা   রুদ্র মূরতি
প্রতিভা-শকতি
জাগাও ভারতী,
বঙ্গে।
মধু  সুরভি-গরব ভরা মধু ঋতু
গিয়াছে।
তার  বিলাস-আলস-লুলিত পবনে
কি আছে?
নাহি চাহি সে তৃপ্তি;
রুদ্র দীপ্তি
বিকাশ গো ক্ষিতি
অঙ্গে।

জ্বালিয়া রৌদ্রে হোমের অনল
দ্বিজ ও শূদ্রে দেহ গো কুশল
দীক্ষা
দীপিয়া প্রেরণা প্রাণের রন্ধ্রে,
দেহ গো নূতন বেদের মন্ত্রে
শিক্ষা।