পঞ্চক মালা/শারদ প্রভাতে
(পৃ. ৭৮-—)
শারদ প্রভাতে।
১
গিরি, বন, নদী রঞ্জিয়া রবি,
ফুটায় ধরায় সুহাসি।
হেরি সে ফুল্ল প্রভাতের ছবি,
প্রবাসে চিত্ত উদাসী।
এ প্রবাস-বাসে মানস-নেত্রে
নেহারি তোমারে বঙ্গ!
সমতল ভুমে ধান্যক্ষেত্রে
স্নিগ্ধ উজল অঙ্গ।
২
নাহিক এমন তটিনী তথায়
উপলে ত্বরিত চরণা;
ভূধর প্রান্তে তরুর ছায়ায়
নাচে না এমন্ ঝরণা।
নাহিক বঙ্গে নিবিড় বিজন
বিশাল বনের গরিমা;
তবু প্রেমভারে করি গো পূজন
সে সুখ শারদ-প্রতিমা
৩
ভূষিয়া পদ্মে কুমুদে অঙ্গ
সাজ গো সরাসী বঙ্গে;
কাদামাখা জলে তোল তরঙ্গ
বঙ্গ-পাবনী গঙ্গে।
দুলাও ধরণী, হরিৎ বসন,
গাহ বিহঙ্গ প্রভাতে;
শেফালি গন্ধে আমোদি ভবন
এস উৎসব ধরাতে।
৪
আজি গ্রামে গ্রামে নগরে নগরে
জাগোরে সুখ আনন্দ;
হেথায় পবন, বহিয়ে আনরে——
দূর উৎসব-গন্ধ।
রঞ্জি প্রবাস, ওগো কল্পনে,
মানস-আলোক-শোভাতে
বঙ্গ-মাধুরী এ দূর ভবনে
বিকাশ শারদ প্রভাতে।