পঞ্চক মালা/কাল দুটি তারা
(পৃ. ৮১-৮৩)
মোহ পঞ্চক।
কাল দুটি তারা।
সে চোখের কাল দুটি তারা!
সেই চমক্ভরা উজল্ চোখের কাল দুটি তারা!
দুটি কি পাখীর ছানা,
ছড়িয়ে কোমল্ ডানা—
সঘনে পাতায় দোলে দিচ্চে পাখা নাড়া?
নয়নের রেখার ঘেরে
ঝলকে নেচে ফেরে;
গায়ে কি বস্বে উড়ে? পোষা পাখী তারা?
যখনি ভুলি’ নাচে—
খাঁচাটি পাতি কাছে,
বসে সে উঁচু গাছে! বনের পাখীর বাড়া!
ডেকে গায় কভু ছলে,
—নীরবে কথা বলে।
এগুলেই পাতার আড়াল! পাইনে কোনো সাড়া।