পঞ্চক মালা/রাঙ্গা ঠোঁটের হাসি

রাঙ্গা ঠোঁটের হাসি

লুব্ধ মনে শুনি, কথা কানে তুলিনে,
রাঙ্গা ফুলের পাঁপ্‌ড়ি নেহারি।
মুগ্ধ হয়ে থাকি সদা, গানে ভুলিনে;
ঢেউ গুণি ও ঠোঁটে ভুলিনে;

নাই গগনে মেঘের ছিটে, চাঁদ্‌নি যামিনী;
বায়ু খেলে আলোএ লুটিয়ে।
সেই গগনের মাঝে ফুটে ছোটে দামিনী,
বিধুমুখে মধু ছিটিয়ে।

লক্ষ হাজার চুমো খেয়ে তবু কি জানায়?
ঘুমায়নাকো ঠোঁটের কোলেতে!
মিট্‌মিটিয়ে থাকে চেয়ে শুয়ে বিছানায়,
অঙ্গ দোলায় ফুলের দোলেতে।


মিষ্ট রসে পুষ্ট রাঙ্গা ওষ্ঠে অধরে
হাসি এসে বাসা বেঁধেছে।
সৃষ্টি জোড়া পরাণ্‌ ভাঙ্গা তৃষ্ণ যত রে
আমার ঠোঁটে ঢেলে কে দেছে?

দৃষ্টি ফেল পরাণ্‌ মুখো কেন তুমি গো?
ছট্‌ফটিয়ে মারি হরষে।
ঠোঁটের কোলের হাসিটুকু এস চুমিব,—
মানা যদি অঙ্গ পরিশে।