পঞ্চক মালা/বছর চলে
(পৃ. ১২২-—)
বছর চলে।
বছর চলে বর্ষা জলের
ঢালের মত;
কিম্বা ধূলায় পায়ের ঠেলায়
Ballএর মত।
কালের বায়ু দোলায় আয়ু
নলের মত,—
পল্কা শাখায় কিম্বা পাকা
ফলের মত।
চলছে শরীর বটে ঘড়ির
কালের মত,
কিন্তু যমে ভাঙ্গছে ক্রমে
খলের মত
প্রাণ্টা, মস্ত দীর্ঘ প্রস্থ
Hallএর মত;
কিন্তু উদাস্ শূন্য আকাশ
—তলের মত।
সেথায় যে যে আস্ত সেজে
Dollএর মত,
গেছে, ভোজের বাজি গোছের
ছলের মত;
নদী-কূলের ঝরা ফুলের
দলের মত;
কিম্বা লুপ্ত স্বপ্ন-ভুক্ত
ফলের মত।
থাক্তে হবে তবুও ভাবে
কালের মত,
শুষ্ক তরু কিম্বা মরু-
স্থলের মত!