পঞ্চক মালা/ব্যথা মরমে
(পৃ. ৫৮)
(৪)
ব্যথা মরমে? কথা সরমে-কেন গো,
পুষি বুকে শ্বসিয়ে সারা?
আঁখি পাতা সুকোমল ঢেকে রাখে ঝরা জল;
বিজনে নয়নে বহে ধারা।
শ্বসিছে পবন ওই তব দুখে, করুণায়;
শীতলিতে ঝরে কর, সুধাকর-ঝরণায়;
আমি কেঁদে গাই গান, প্রীতি দিয়ে ঢাকি প্রাণ;
তবু কি রহিবে সুখ-হারা?
বিনোদিনু মৃদু হাতে পরশি’ কপোল-তল,
সরায়ে বাঁধিয়া দিনু উড়ে পড়া কুন্তল,
জল ভরা দুটি আঁখি চুম্বনে মেখে রাখি;
নাচে নাকে তবু আঁখি-তারা!