পঞ্চক মালা/ললিতা
(পৃ. ৯১-৯২)
ললিতা।
উষার তাপে রাঙ্গানো, আর
তুষার চাপে জমানো তার
ননীর ডেলা শরীরখানি
যতনে টানি যখনি ধরি,——
দুখের তাপে কঠোর চাপে
গলিবে বলি অমনি ডরি।
অনিলে যেন তুলার খেলা,
সলিলে যেন শোলার ভেলা,—
ললিত চাপে দলিত তনু
অতলে যেন তলিয়ে যায়।
স্বপন সম কোমল কম।
পরশ লাগে গলিয়ে গায়।